ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লকডাউনের প্রতিবাদে চীনের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৬ ডিসেম্বর ২০২২  
লকডাউনের প্রতিবাদে চীনের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পূর্ব চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ করেছে। মঙ্গলবার টুইটারে পোস্ট করা ভিডিওর বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

দেশটির অনেক অঞ্চলে শূন্য-কোভিড নীতি সহজ করার জন্য সরকারি পদক্ষেপ সত্ত্বেও কিছু এলাকায় এখনও বিধিনিষেধের মধ্যে রয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সোমবার রাতে নানজিং টেক বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিক্ষোভ করছে। কারণ এক জনের করোনা পজিটিভ শনাক্তের পর তাদের লকডাউনে রাখা হয়েছিল। 

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীদের  ‘আমরা বাড়ি যেতে চাই!’, ‘নেতারা, পদত্যাগ করুন!’, ‘ছাত্ররাই আপনাদের ক্ষমতা দিয়েছে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। ফুটেজে দেখা গেছে, একটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে।

শূন্য-কোভিড নীতির আওতায় লকডাউন ও বিধিনিষেধের অবসানের দাবিতে গত মাসে বেইজিং ও সাংহাইসহ চীনের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছিল। কেউ কেউ  চীনা কমিউনিস্ট পার্টি ও প্রেসিডেন্ট শি জিনপিংকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিল। এ ঘটনার পর শূন্য কোভিড নীতি থেকে সরে আসার ইঙ্গিত দেয় চীন সরকার।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়