ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২ জাহাজের ৫ শতাধিক অভিবাসীকে আশ্রয় দিয়েছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:০১, ১১ ডিসেম্বর ২০২২
২ জাহাজের ৫ শতাধিক অভিবাসীকে আশ্রয় দিয়েছে ইতালি

দুটি জাহাজ থেকে উদ্ধার করা পাঁচ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দিয়েছে ইতালি। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) পরিচালিত জাহাজ জিও ব্যারেন্টসে ২৪৮ জন অভিবাসী ছিল। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যাম্পানিয়ার  সালেরনোতে জাহাজটি পৌঁছেছে।

দেশের অন্য প্রান্তে দাতব্য সংস্থা এসওএস হিউম্যানিটি পরিচালিত উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি ওয়ান বন্দর নগরী বারিতে নোঙ্গর করেছে। এই জাহাজটিতে ২৬১ জন অভিবাসন প্রত্যাশী ছিল।

এসওএস হিউম্যানিটি জানিয়েছে, যাত্রাটি ভয়ঙ্কর ছিল। জাহাজটিতে তিন মিটার উঁচু ঢেউ ও তীব্র বাতাস মোকাবিলা করতে হয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বাজে আবহাওয়া এবং অভিবাসন প্রত্যাশীদের বিপদের কথা বিবেচনা করে জাহাজ দুটিকে নোঙ্গর করার অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়