ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্যারিসে আবারও কুর্দিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ২০:৫৮, ২৪ ডিসেম্বর ২০২২
প্যারিসে আবারও কুর্দিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ফ্রান্সের রাজধানী প্যারিসে আবারও পুলিশের সঙ্গে কুর্দিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

শুক্রবার ৬৯ বছর বয়সী এক ব্যক্তি কুর্দিদের একটি কমিউনিটি সেন্টারে হামলা চালায়। ওই ঘটনায় তিন জন নিহত হয়। পুলিশ একে বর্ণবিদ্বেষী ঘটনা বলে আখ্যা দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে কুর্দিরা সমাবেশ করে এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। ওই দিনই 
কুর্দিশ ডেমোক্র্যাটিক কাউন্সিল ইন ফ্রান্স প্যারিসের রিপাবলিক স্কয়ারে শনিবার সমাবেশের ঘোষণা দেয়।

স্থানীয় সময় শনিবার বিকেলে শতাধিক কুর্দি বিক্ষোভকারী পতাকা হাতে নিয়ে রিপাবলিক স্কয়ারে সমবেত হয়। তাদের দাবি, হামলার ঘটনাকে বর্ণবিদ্বেষী নয়, বরং সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিতে হবে। সমাবেশ শেষে যাওয়ার পথে কিছু কুর্দি পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে। পুলিশ জবাবে টিয়ার গ্যাস ছুড়ে। 

কুর্দিশ ডেমোক্র্যাটিক কাউন্সিল ইন ফ্রান্সের মুখপাত্র বারভিয়ান ফিরাত বলেছেন, ‘আমরা জানি, সাধারণ কুর্দি, কুর্দি অধিকার কর্মী ও যোদ্ধাসহ সবাই হুমকির মুখে রয়েছি। আমাদের নিরাপত্তা দেওয়া ফ্রান্সের দায়িত্ব।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়