ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত বেড়ে ৪৭

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ৩০ জানুয়ারি ২০২৩   আপডেট: ২২:৩৩, ৩০ জানুয়ারি ২০২৩
পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত বেড়ে ৪৭

সংগৃহীত ছবি

পাকিস্তানের পেশোয়ার শহরে একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ জনের বেশি।

সোমবার (৩০ জানুয়ারি) জোহরের নামাজের সময় শহরের পুলিশ লাইনস এলাকার এ ঘটনা ঘটে। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় মসজিদটি মুসল্লিতে পূর্ণ ছিল। বিস্ফোরণে মসজিদ ভবনের একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, নিহত ব্যক্তিদের অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

পেশোয়ারের জেলা প্রশাসক শফি উল্লাহ খান বলেন, ‘নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ভুক্তভোগীদের জন্য রক্ত সহায়তা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।’

কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়