ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫০০ মানুষকে উদ্ধারে কাজ করছে মাত্র ১০ জন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ৯ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৯:০৩, ৯ ফেব্রুয়ারি ২০২৩
৫০০ মানুষকে উদ্ধারে কাজ করছে মাত্র ১০ জন

তুরস্ক ও সিরিয়ায় ভুমিকম্পে মৃতের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে। বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির কারণে বিধ্বস্ত এলাকায় দ্রুত উদ্ধার সরঞ্জাম পাঠানো যাচ্ছে না। এরসেঙ্গে আবার যুক্ত হয়েছে সরঞ্জামের অভাব। বেঁচে যাওয়া লোকজন জানিয়েছেন, তারা রীতিমতো অসহায় বোধ করছেন।

আরো পড়ুন:

বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার শহর জিন্দাইরিসের বাসিন্দা হাসান বলেন. ‘এমনকি যে ভবনগুলো ধসে পড়েনি সেগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখন ওপরের ভবনগুলোর চেয়ে বেশি লোক রয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিটি ধসে পড়া ভবনের নিচে প্রায় ৪০০-৫০০ লোক আটকা পড়ে আছে, মাত্র ১০ জন লোক তাদের বের করার চেষ্টা করছে এবং কোনও যন্ত্রপাতি নেই।’

তুরস্কে বেঁচে যাওয়া লোজন খাবার ও আশ্রয়ের জন্য ছুটছেন। অনেকে তাদের আত্মীয়দের উদ্ধারের জন্য উদ্ধারকর্মীদের কাছে ছুটে যাচ্ছে। তবে সময়মতো পৌঁছতে না পারায় ধ্বংসস্তুপের নিচেই আহতদের মরতে হচ্ছে।

তুরস্কের হাতায় প্রদেশের কিন্ডারগার্টেন শিক্ষক সেমির কোবান বলেন, ‘আমার ভাগ্নে, আমার ভগ্নিপতি এবং আমার ভগ্নিপতির বোন ধ্বংসস্তূপে রয়েছে। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে এবং তাদের জীবনের কোনও চিহ্ন নেই।’

তিনি বলেন, ‘আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারা সাড়া দিচ্ছে না... আমরা সাহায্যের জন্য অপেক্ষা করছি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়