ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

‘গ্রেপ্তার’ হতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১৮ মার্চ ২০২৩   আপডেট: ১৯:৪২, ১৮ মার্চ ২০২৩
‘গ্রেপ্তার’ হতে পারেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিসের দায়ের করা একটি মামলায় মঙ্গলবার গ্রেপ্তার হতে পারে। শনিবার এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

জেলা অ্যাটর্নি অফিসের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এই মন্তব্যের জবাব দেননি।

কোনো প্রমাণ হাজির করা ছাড়াই ট্রাম্প বলেছেন, ম্যানহাটনের জেলা অ্যাটর্নির অফিস থেকে ‘অবৈধভাবে ফাঁস হওয়া তথ্য’ ইঙ্গিত দিয়েছে যে তাকে গ্রেপ্তার করা হবে। তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হবে তা তিনি বিস্তারিত জানাননি।

 ২০০৬ সালে একটি হোটেল কক্ষে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ড্যানিয়েল এ বিষয়ে মুখ খুললে ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়ে রফা করেছিলেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অফিস গ্র্যান্ড জুরির কাছে এ সংক্রান্ত প্রমাণ উপস্থাপন করতে শুরু করে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়