ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইয়েমেনে তীব্র অপুষ্টির শিকার ৫ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৫ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৪৬, ২৫ মার্চ ২০২৩
ইয়েমেনে তীব্র অপুষ্টির শিকার ৫ লাখ শিশু

ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী পাঁচ লাখ ৪০ হাজারেরও বেশি শিশু জীবনের জন্য হুমকিপূর্ণ তীব্র অপুষ্টিতে ভুগছে। এছাড়া দেশটিতে প্রতি ১০ মিনিটে একটি শিশু প্রতিরোধযোগ্য কারণে মারা যাচ্ছে। শুক্রবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, অর্থায়ন করা না হলে তারা ইয়েমেনের শিশুদের সহায়তার মাত্রা কমাতে বাধ্য হবে।

ইউনিসেফ জানিয়েছে, মোট এক কোটি ১০ লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। চলতি বছর সহায়তা চালিয়ে যেতে ৪৮ কোটি ৪০ লাখ ডলার প্রয়োজন। কিন্তু জাতিসংঘ গত মাসে সুইজারল্যান্ডে একটি অঙ্গীকারমূলক সম্মেলনে ইয়েমেনের সংস্থাগুলোর জন্য মাত্র ১২০ কোটি ডলার সংগ্রহ করেছে, যা ৪৩০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে কম।

সংস্থাটি বলেছে, ‘ইউনিসেফ ২০২২ সাল পর্যন্ত অর্থায়নে বৈষম্যের শিকার হয়েছে এবং ২০২৩ সালের শুরু থেকে ইয়েমেনের শিশুদের জন্য প্রয়োজনীয় মানবিক প্রতিক্রিয়া ঝুঁকির মধ্যে ফেলছে। যদি তহবিল না পাওয়া যায়, তাহলে ইউনিসেফ দুর্বল শিশুদের জন্য তার গুরুত্বপূর্ণ সহায়তা কমাতে বাধ্য হবে।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়