ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিউনিসিয়ায় নৌকা ডুবে ৩৪ শরণার্থী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৫ মার্চ ২০২৩  
তিউনিসিয়ায় নৌকা ডুবে ৩৪ শরণার্থী নিখোঁজ

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৩৪ জন শরণার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

বন্দর নগরীর আদালতের মুখপাত্র ফাওজি এল মাসমুদি শুক্রবার বলেছেন, নৌকাটি বৃহস্পতিবার স্ফ্যাক্সের কাছাকাছি এলাকা থেকে যাত্রা করেছিল এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করছিল।

এদিকে ইতালির কোস্টগার্ড বৃহস্পতিবার জানিয়েছে, তারা দক্ষিণ ইতালি থেকে প্রায় ৭৫০ শরণার্থীকে উদ্ধার করেছে। এর কয়েক ঘণ্টা আগেই তিউনিসিয়া থেকে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করার সময় কমপক্ষে পাঁচজন মারা যায় এবং ৩৩ জন নিখোঁজ হয়।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হাউসেম জেবাবলি বলেছেন, কোস্টগার্ড দুই দিনে ইতালির দিকে রওনা হওয়া ৫৬টি নৌকাকে থামিয়েছে এবং তিন হাজারেরবেশি শরণার্থীকে আটক করেছে, যাদের বেশিরভাগই আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে এসেছে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়