ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রী মোদির চোখে ভয় দেখেছি: রাহুল গান্ধী  

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৫ মার্চ ২০২৩   আপডেট: ১৯:১৮, ২৫ মার্চ ২০২৩
প্রধানমন্ত্রী মোদির চোখে ভয় দেখেছি: রাহুল গান্ধী  

ভারতের পার্লামেন্টে অযোগ্য ঘোষণার পর দিন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে কারণ তিনি আমার পরবর্তী বক্তব্য নিয়ে ভীত। আমি তার চোখে ভয় দেখেছি। এ জন্যই তারা আমাকে পার্লামেন্টে কথা বলতে দিতে চায় না।’

শনিবার (২৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। 

মানহানির মামলায় দুই বছরের জন্য কারাদণ্ডিত হওয়ার এক দিনের মাথায় শুক্রবার তাকে ভারতের লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়। এরপরই সংবাদ সম্মেলনে আসেন রাহুল।

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ চেয়েছেন রাহুল— বিজেপি নেতারা এমন অভিযোগ করে আসছেন। লন্ডনে দেওয়া বক্তব্যের জন্য রাহুলকে ক্ষমা চাইতেও বলছেন তারা। জবাবে রাহুল বলেছেন, ‘আমার নাম সাভারকর নয়। আমি গান্ধী। আমি ক্ষমা চাইব না।’ 

একইসঙ্গে বিজেপির এমন অভিযোগ অস্বীকারও করেছেন তিনি।

তিনি বলেন, বিজেপি নেতাদের দাবি আমি ভারতবিরোধী শক্তিদের সহায়তা করছি। আমি স্পিকারকে বলেছি এর জবাব দেওয়া আমার অধিকার। কিন্তু তিনি আমাকে অনুমতি দেননি

তিনি আরও বলেন, আমার একটাই কাজ। আর তা হলো সত্যের জন্য লড়াই করা এবং এ দেশের গণতন্ত্র রক্ষা করা। আমাকে আজীবন অযোগ্য ঘোষণা করুন, আজীবন জেলে দিন, এরপরও লড়াই চালিয়ে যাব।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়