ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২৬ মার্চ ২০২৩   আপডেট: ১৭:১৮, ২৬ মার্চ ২০২৩
আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত এক প্রবাসী বাংলাদেশি লটারিতে ৩ কোটি টাকা জিতেছেন। দুবাইয়ে অনুষ্ঠিত আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র লটারিতে তিনি এ অর্থ জিতেন। খবর খালিজ টাইমস 

তিন কোটি টাকার লটারি জেতা ওই প্রবাসী বাংলাদেশি হলেন মোহাম্মদ। তার র‌্যাফেল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬। এ সপ্তাহে মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হিসেবে বাংলাদেশের মোহাম্মদ ১০ লাখ দিরহাম পেয়েছেন। বাংলাদেশি অর্থে যা ২ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৬৬৪ টাকার সমান।

এছাড়া এ সপ্তাহেই প্রথমবারের মতো লটারিতে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।

মাহজুজ লটারির নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি কোটিপতি হন। এবার সেই ভাগ্যবান কোটিপতি হিসেবে নাম ওঠে বাংলাদেশি মোহাম্মদের। গত সপ্তাহে এক ভারতীয় এই পুরস্কার জিতেছিলেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের পুরো রমজানজুড়ে অংশগ্রহণকারীরা সোনার বিভিন্ন পুরস্কার জিতে নিতে পারবেন। এছাড়া আগামী সপ্তাহে একজন ভাগ্যবান বিজয়ী ২০০ গ্রাম ওজনের সোনার কয়েন জিততে পারবেন।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়