ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর চায়, প্রেমিকও চায়! 

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ১৪:২০, ১ এপ্রিল ২০২৩
বর চায়, প্রেমিকও চায়! 

ভারতের উত্তরপ্রদেশের এক নববধূ আজব দাবি নিয়ে হাজির হয়েছেন থানায়। কান্নাকাটি করে তিনি লুটিয়ে পড়ছেন পুলিশের পায়ের নীচে। বর থাকার পরও তিনি প্রেমিককে বিয়ে করতে চান। 

সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ‌্যমে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, কেঁদে কেঁদে নববধূ বলছেন, ‘দুটো বিয়ে করব, দুটো বিয়ে।’ তিনি প্রেমিককে বিয়ে করতে চান, তবে স্বামীকে তিনি ছাড়তে নারাজ। মহিলার এই দাবি শুনে পুলিশকর্মীরা তাকে থানা থেকে বেরিয়ে যেতে বললে খেপে যান। পুলিশের সঙ্গে হাতাহাতি করতে শুরু করেন। রাগের মাথায় পুলিশের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে আছাড় মারেন তিনি।

ওই নারীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে প্রেমালাপ চালিয়ে গিয়েছেন। 

তিনি আরও বলেন, ‘ও আমাকে এক দিন বলে, ও প্রেমিককে বিয়ে করতে চায়। একসঙ্গে দু’জনের সঙ্গেই সংসার করতে ইচ্ছুক সে। আমি ওকে বলি, এমনটা সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানায় সে।’ 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন।

তথ‌্যসূত্র: আনন্দবাজার

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়