ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মারা গেছেন বিশ্বের দীর্ঘতম নাকের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৪ মে ২০২৩  
মারা গেছেন বিশ্বের দীর্ঘতম নাকের মানুষ

বিশ্বের দীর্ঘতম নাকের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখা মেহমেট ওজিউরেক মারা গেছেন। বুধবার গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

৭৫ বছর বয়সী তুর্কি মেহমেট ওজিউরেকের নাকের দৈর্ঘ্য ছিল ৩ দশমিক ৪৬ ইঞ্চি। ২০২১ সালের নভেম্বরে দীর্ঘ নামের জন্য তার নাম ওঠে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে।

গিনেজ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ওজিউরেক সুপরিচিত ব্যক্তি ছিলেন এবং তিনি জীবনকে ভালোবাসতেন। তিনি প্রায়ই বলতেন, একটি রেকর্ড ব্রেকিং নাক তার জন্য কতটা আশীর্বাদ হয়েছে। ওজিউরেক অসুস্থ হয়ে পড়েছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। তার শেষকৃত্য নিজ শহর আর্টভিনে অনুষ্ঠিত হয়।

ওজিউরেকের ছেলে বারিস তুর্কি নিউজ পোর্টাল মাইনেটকে বলেছেন, ‘আমার বাবা খুব দয়ালু ছিলেন, তিনি কাউকে অসন্তুষ্ট করার চেষ্টা করেননি। আমার বাবা কেবল নাক নিয়েই শান্তিতে ছিলেন না, তিনি তার জীবনযাপন নিয়েও শান্তিতে ছিল।’
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়