ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৩১ মে ২০২৩  
উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। বুধবার স্যাটেলাইটটি বহনকারী বুস্টার ও পেলোড সাগরে পড়েছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

কেসিএনএ জানিয়েছে, ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থায় সমস্যার কারণে নতুন ‘চোল্লিমা-১’ স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে।

এটি ছিল পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার ষষ্ঠ স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা এবং প্রথম গোয়েন্দা স্যাটেলাইট।

স্যাটেলাইটটি উৎক্ষেপণের পরপর দক্ষিণ কোরিয়া এবং জাপানের কিছু অংশে জরুরি সতর্কতা জারি করা হয়। পরে এই সতর্কতা নোটিস প্রত্যাহার করা হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, মহাকাশ উৎক্ষেপণ যানের অংশ পুনরুদ্ধারে সেনাবাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে।

সামরিক বাহিনী পশ্চিম উপকূলীয় দ্বীপ ইওচেংডো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সমুদ্রে ভাসমান একটি বড় নলাকার বস্তুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়