ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টানা ৭ বছর ধরে কমেছে জাপানের জন্মহার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২ জুন ২০২৩  
টানা ৭ বছর ধরে কমেছে জাপানের জন্মহার

জাপানের জন্মহার ২০২২ সালে টানা সপ্তম বছরে কমেছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

২০২২ সালে উর্বরতার হার (ফার্টিলিটি রেট) বা একজন নারী তার জীবদ্দশায় জন্ম নেওয়া সন্তানের গড় সংখ্যা ছিল ১ দশমিক ২৫৬৫১। এই হার ২০০৫ সালে নারীদের উর্বরতা হারের প্রায় কাছাকাছি। ওই বছর উর্বরতার হার ছিল ১ দশমিক ২৬০১। অথচ স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য উর্বরতা হার ২ দশমিক ৭ শতাংশ প্রয়োজন।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দেশের ক্রমহ্রাসমান জন্মহারকে বাড়ানোর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। উচ্চ মাত্রার ঋণ থাকা সত্ত্বেও শিশুদের যত্ন এবং বাবা-মাকে সহযোগিতাসহ অন্যান্য পদক্ষেপের জন্য বছরে দুই হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ব্যায়ের পরিকল্পনা করেছে।

চলতি সপ্তাহে একটি ডে-কেয়ার সেন্টার পরিদর্শনের সময় তিনি বলেছেন, ‘২০৩০ দশকে যুব জনগোষ্ঠী ব্যাপকভাবে হ্রাস পেতে শুরু করবে। ওই সময় পর্যন্ত সময়কাল হল আমাদের ক্রমহ্রাসমান জন্মহার প্রবণতাকে বিপরীতমুখী করার শেষ সুযোগ।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়