ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ৭ জুন ২০২৩  
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস

গত বছরের সরকার বিরোধী বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে রাজধানীতে কলম্বাতে বিক্ষোভরত শত শত ছাত্রদের ওপর টিয়ার গ্যাস  ছুড়েছে ও জলকামান ব্যবহার করেছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ। বুধবার বিক্ষোভকারীরা বলেছেন, কয়েক ডজন ছাত্র ও কর্মীকে কারাদণ্ড দেওয়া রাজনৈতিক নিপীড়নের সমান।

গত বছর শ্রীলঙ্কাকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে হয়। এর প্রতিবাদে দেশটিতে টানা কয়েক মাস সরকারবিরোধী বিক্ষোভ হয়। গণবিক্ষোভের ফলে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসকে পদত্যাগ করতে হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।

আল-জাজিরা জানিয়েছে, বুধবার বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়েছে এবং জলকামান ব্যবহার করেছে।

বিক্ষোভকারীরা বলেছে, সরকারের এই ধরনের দমন-পীড়ন তাদের থামিয়ে রাখতে পারবে না। সরকারের প্রচারণা হচ্ছে জনগণকে দমন করা এবং তাদের কণ্ঠস্বর স্তব্ধ করা। 

চলতি বছরের শুরুর দিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচসহ সাতটি মানবাধিকার গোষ্ঠী, কারারুদ্ধ ছাত্রদের মুক্তি দেওয়ার জন্য শ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল এবং একটি সন্ত্রাসবিরোধী আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ওই আইনে গত বছর গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিয়মিতভাবে জামিন দিতে অস্বীকার করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়