ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কাঠমান্ডুর মেয়রের দপ্তরে ‘অখণ্ড নেপাল’ এর মানচিত্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ৯ জুন ২০২৩  
কাঠমান্ডুর মেয়রের দপ্তরে ‘অখণ্ড নেপাল’ এর মানচিত্র

রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ তার দপ্তরে ‘অখণ্ড নেপালের’ একটি মানচিত্র রেখেছেন। বৃহস্পতিবার তিনি তার দপ্তরে এই মানচিত্র রাখার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছিলেন।

বালেন্দ্র এমন সময় ‘অখণ্ড নেপালের’ মানচিত্র তার দপ্তরে রেখেছেন যখন, ভারতের নতুন পার্লামেন্ট ভবনে ‘অখণ্ড ভারতের’ মানচিত্র রাখা হয়েছে।

নেপালের এই প্রাচীন মানচিত্রে, ভারতের সামান্য কিছু অংশ নেপালের নিজস্ব অংশ বলে দাবি করা হয়েছে। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বালেন্দ্র শাহ বৃহস্পতিবার সহকর্মীদের ডেকেছিলেন এবং তাদের চেম্বারে বৃহত্তর নেপালের একটি মানচিত্র রাখার কথা বলেছিলেন। বালেন্দ্র  'নেপালের গর্বিত ইতিহাস মনে রাখার' প্রয়োজনীয়তার কথা বলেছেন।

এর একদিন আগেই, প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচন্ড পার্লামেন্টে এক বিবৃতিতে বলেছেন, বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে তার আগেই কথা হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি সাংস্কৃতিক মানচিত্র, রাজনৈতিক নয়। ভারতের কাছ থেকে তিনি এ ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়েছেন।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়