ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ৯ জুন ২০২৩   আপডেট: ২২:৫৮, ৯ জুন ২০২৩
পাকিস্তানের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

পাকিস্তান উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়। আগামী সপ্তাহে এটি আঘাত হানতে পারে। শুক্রবার পাকিস্তান সরকার সিন্ধু এবং বেলুচিস্তানের কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ তার গতিপথ পরিবর্তন করেছে এবং গত ১২ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি এখন করাচি থেকে প্রায় এক হাজার ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার কেন্দ্রের চারপাশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

আরো পড়ুন:

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের গতিপথ অনিশ্চিত। এটি ওমান-পাকিস্তানের পশ্চিম উপকূল কিংবা ভারতের গুজরাট-পাকিস্তানের সিন্ধু উপকূলের দিকে যেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৪ জন সকালে সিন্ধু-মাকরান উপকূলে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়