ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

‘ট্রাম্পকে থামানোর কিছুই নেই’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ২ আগস্ট ২০২৩  
‘ট্রাম্পকে থামানোর কিছুই নেই’

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ওই নির্বাচনের ফলাফল পাল্টানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এ পর্যন্ত তাকে যে কয়টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এটি হচ্ছে সবচেয়ে গুরুতর। তবে এরপরও তিনি আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলার অধিকার ছিল। কিন্তু তিনি ক্ষমতায় থাকার জন্য বেআইনি পদ্ধতি ব্যবহার করার অভিযোগ তুলেছিলেন। অথচ তিনি জানতেন যে তিনি হেরে গেছেন।

ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। তিনি রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌঁড়ে স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে সাবেক এই প্রেসিডেন্ট জানিয়েছেন, যদি তিনি দোষী সাব্যস্ত হন বা জেলে যান তবে এটি হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার পথে বাধা হবে না।

আরো পড়ুন:

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাংবিধান অনুযায়ী বলতে গেলে, ট্রাম্প তার সিদ্ধান্তের বিষয়ে সঠিক। তাকে থামানোর কিছুই নেই।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট