উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ স্থাপনের দ্বিতীয় প্রচেষ্টা ব্যর্থ
কক্ষপথে গোয়েন্দা উপগ্রহ স্থাপনে উত্তর কোরিয়ার দ্বিতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
মে মাসে প্রথমবারের মতো কক্ষপথে গোয়েন্দা উপগ্রহ স্থাপনের চেষ্টা চালায় উত্তর কোরিয়া। চোল্লিমা-১ রকেট সমুদ্রে বিধ্বস্ত সহলে সেই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। পারমাণবিক সশস্ত্র দেশটি কক্ষপথে তার প্রথম সামরিক গুপ্তচর উপগ্রহটি স্থাপন করতে চাইছে। পিয়ংইয়ংয়ের ভাষ্য, তারা মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার সেনাদের গতিবিধি নিরীক্ষণের জন্য উপগ্রহের একটি বহরের পরিকল্পনা করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের আগে দ্বিতীয়বারের মতো উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা চালানো হয়। তবে ফ্লাইট শুরুর তৃতীয় পর্যায়ে এটি ব্যর্থ হয়।
কেসিএনএ বলেছে, ‘রকেটের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ফ্লাইট স্বাভাবিক ছিল, তবে তৃতীয় পর্যায়ের ফ্লাইটের সময় জরুরি ব্লাস্টিং সিস্টেমে ত্রুটির কারণে উৎক্ষেপণ ব্যর্থ হয়।’
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তরের সোহে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ফ্লাইটটি ট্র্যাক করেছে এবং এটি একটি ব্যর্থতা ছিল বলেও খবর এসেছে।
ঢাকা/শাহেদ