ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে ট্রেনে অগ্নিকাণ্ডে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৬ আগস্ট ২০২৩  
ভারতে ট্রেনে অগ্নিকাণ্ডে নিহত ১০

ট্রেনে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা হচ্ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত

ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই জেলায় ট্রেনে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটে ট্রেনের বগিতে আগুন লাগে। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মাদুরাই ডিস্ট্রিক্ট কালেক্টর এমএস সঙ্গীতা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ভারতের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের বগিতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

ট্রেনটি কোনো অনুষ্ঠান বা পর্যটনের জন্য ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া হয়েছিল। প্রাইভেট পার্টি কোচটির যাত্রীরা উত্তর প্রদেশের লখনৌ থেকে এসেছিলেন। ১৭ আগস্ট তারা লখনৌ থেকে যাত্রা শুরু করেন। আগামীকাল রোববার তাদের চেন্নাই পৌঁছানো ও সেখান থেকে পরে লখনৌতে ফিরে যাওয়ার কথা ছিল।

 

তথ্যসূত্র: এনডিটিভি অনলাইন

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়