ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৩০ আগস্ট ২০২৩   আপডেট: ২২:৪৯, ৩০ আগস্ট ২০২৩
জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা এখনও পিয়ংইয়ং-এর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধরণ মূল্যায়ন করছে।

আরো পড়ুন:

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান যৌথ নৌ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া করেছে। বিষয়টি উত্তর কোরিয়াকে ক্ষুব্ধ করেছে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র উস্কানির প্রতিক্রিয়ায় সাম্প্রতিক মাসগুলিতে ওয়াশিংটন, সিউল ও টোকিও তাদের প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে।

গত সপ্তাহে পিয়ংইয়ং একটি গুপ্তচর উপগ্রহ কক্ষপথে স্থাপন করতে দ্বিতীয়বারের মতো চেষ্টা চালায়। অবশ্য এটি ব্যর্থতায় শেষ হয়েছিল।

এর আগে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন তার দেশকে ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক শক্তি হিসাবে ঘোষণা করেছেন এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎপাদন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়