ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক বাজারে বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৯:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক বাজারে বাড়ছে তেলের দাম

রাশিয়া ও সৌদি আরবের উৎপাদন হ্রাস এবং চীনের ক্রমবর্ধমান চাহিদার ২০২৩ সালে প্রথমবারের মতো তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছানোর পথে রয়েছে। রোববার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যালেল প্রায় ৯৪ ডলারে পৌঁছে, যা ১০ মাসের সর্বোচ্চ। জুন মাসে ব্যারেল প্রতি তেলের দাম ছিল ৭২ ডলার।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রের হালকা অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট একই সময়ে ব্যারেল প্রতি ৬৭ ডলার থেকে বেড়ে ৯০ ডলারে উঠেছে। উভয় বেঞ্চমার্ক সপ্তাহে প্রায় ৪ শতাংশ বেড়েছে।

যুক্তরাজ্যে পেট্রোল এবং ডিজেলের দাম মাঝারিভাবে বাড়তে শুরু করেছে। জুন থেকে এক লিটারের দামে ১০ পয়সা যোগ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনে সম্প্রতি ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ফলে জেট ফুয়েলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। আগস্টের শেষে দাম প্রতি গ্যালন গড়ে ৩ ডলার সাত সেন্ট ছিল। মে মাসের শুরুতে এই দর ছিল ২ ডলার পাঁচ সেন্ট।

চলতি মাসের শুরুতে সৌদি আরব বছরের শেষ পর্যন্ত প্রতি দিন ১৩ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে বলে জানিয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিকভাবেই কমেছে। এছাড়া রাশিয়ার সরবরাহ হ্রাস তেলের দামকে ব্যারেল প্রতি ১০০ ডলারের দিকে ঠেলে দিচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়