ঢাকা     বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৭ ১৪৩১

কানাডার কূটনীতিককে বহিষ্কার করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৩
কানাডার কূটনীতিককে বহিষ্কার করলো ভারত

কানাডার কূটনীতিককে বহিষ্কার করে টরেন্টোকে পাল্টা জবাব দিলো ভারত। স্থানীয় সময় মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। 

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার পিছনে ভারতের মদত রয়েছে বলে সোমবার পার্লামেন্টে দাঁড়িয়ে বিবৃতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে কানাডার নিরাপত্তা সংস্থাগুলো সক্রিয়ভাবে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্টের সম্ভাব্য যোগের অভিযোগের তদন্ত করছে। এই বিষয়টি তিনি জি-২০ সম্মেলনে সরসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে ভারত সরকারকে কানাডার সঙ্গে সহযোগিতা করারও আবেদন জানিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতেই কানাডায় ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘কানাডার প্রধানমন্ত্রী তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে যে বিবৃতি দিয়েছেন, সেটা আমরা দেখেছি এবং প্রত্যাখ্যান করেছি। পাশাপাশি তাদের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও প্রত্যাখ্যান করছি। কানাডায় কোনও সহিংসতায় ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

আরো পড়ুন:

ভারতীয় পররাষ্ট্র সচিব অরিন্দম বাগচি বলেছেন, ‘কানাডার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর কাছে একই ধরনের অভিযোগ করেছিলেন এবং সেটা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়