ঢাকা     সোমবার   ০২ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আব্রামস ট্যাংক পাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:০১, ১৯ সেপ্টেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আব্রামস ট্যাংক পাচ্ছে ইউক্রেন

মস্কোর বিরুদ্ধে কিয়েভের আক্রমণ ক্রমাগত জোড়ালো হওয়ায় ইউক্রেনে খুব শিগগির আব্রামস ট্যাংক সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। 

চলতি বছরের জানুয়ারিতে কিয়েভকে ৩১টি ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল ওয়াশিংটন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত ৪৩ বিলিয়ন ডলারের বেশি যুদ্ধ সহায়তার অংশ হিসেবে অত্যাধুনিক ট্যাংক পেতে যাচ্ছে ইউক্রেন। 

মঙ্গলবার ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের উদ্বোধনী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অনুষ্ঠানে বলেছেন, ‘আমি এ ঘোষণা দিতে পারে আনন্দিত যে, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এম ১ আব্রামস ট্যাংকগুলো খুব শিগগির ইউক্রেনে প্রবেশ করবে।’ 

মার্কিন এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ‘সামনের দিনগুলোতে ট্যাংকের প্রথম চালানটি ইউক্রেনে পাঠানো হবে। কয়েক সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা হবে।’

আব্রামস ট্যাংকগুলো ইউরেনিয়াম সমৃদ্ধ হওয়ায় বির্তকিত যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিত। এ ধরনের যুদ্ধাস্ত্রের ব্যবহার পরবর্তীতে ক্যানসার, জন্মগত ত্রুটির মতো গুরুতর স্বাস্থ্যসমস্যা তৈরি করে।

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংক সরবরাহ করার সিদ্ধান্তটি বিপরীতমুখী। কেননা মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার বলে আসছিলেন যে, জটিলতার কারণে কিয়েভের বাহিনী এই ট্যাংক ব্যবহারের উপযোগী নয়।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়