ঢাকা     সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩১

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৩:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৩
কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করলো ভারত

পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের পর এবার কানাডার নাগরিকদের জন্য ভিসা ইস্যু করা স্থগিত করলো ভারত। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

কূটনৈতিক মহলের একাংশের মতে, টানাপড়েনের মধ্য নরেন্দ্র মোদি সরকারের এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, কানাডার নাগরিক ও  ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেটিএফ প্রধান নিজ্জারকে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয়েছে। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত শিখদের ধর্মীয় উপাসনালয়ের পার্কিংয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিলো ভারত।

তথ্যসূ্ত্র: টাইমস অব ইন্ডিয়া 

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়