ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

জি-২০ শীর্ষ সম্মেলন

খরচ বাঁচাতে হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটের পরিবর্তে সাধারণ কক্ষে ছিলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:২৯, ২১ সেপ্টেম্বর ২০২৩
খরচ বাঁচাতে হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটের পরিবর্তে সাধারণ কক্ষে ছিলেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনের সময় হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি ও তার সরকারের প্রতিনিধি দল এর পরিবর্তে একই হোটেলের সাধারণ কক্ষে ছিলেন। বৃহস্পতিবার সূত্রের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সম্মেলনের সময় বিলাসবহুল হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটগুলো নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করেছিল ভারতীয় নিরাপত্তা সংস্থা। এছাড়া এই স্যুটগুলো বিশ্ব নেতাদের জন্য সাজানো হয়েছিল।

জাস্টিন ট্রুডো জি-২০ শীর্ষ সম্মেলনের সময় ভারতের রাজধানী দিল্লির ললিত হোটেলে অবস্থান করেছিলেন। তাকে প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকার প্রস্তাব দেওয়া সত্ত্বেও তার প্রতিনিধি দল সেখানে থাকতে অস্বীকৃতি জানায়। এর পরিবর্তে তারা একই হোটেলের সাধারণ কক্ষ বেছে নেন। ট্রুডোর প্রতিনিধি দল ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোকে জানিয়েছিল, খরচের বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

তবে ভারতীয় সংস্থাগুলো জানিয়েছে, ট্রুডোর স্বাভাবিক রুমে থাকার পেছনে সঠিক কারণ সম্পর্কে কোনো তথ্য নেই।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়