ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কানাডাকে সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৩
কানাডাকে সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল বললো ভারত

কানাডাকে ‘সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল’ বলে অভিহিত করেছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ কথা বলেছেন।

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার পিছনে ভারতের মদত রয়েছে বলে গত সপ্তাহে পার্লামেন্টে বলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর পরপরই টরেন্টোতে নিযুক্ত ভারতের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। এর জবাবে মঙ্গলবার দিল্লিতে নিযুক্ত কানাডার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে ভারত। পাল্টাপাল্টি এই বহিষ্কারের পর বৃহস্পতিবার কানাডীয়দের ভারতের ভিসা দেওয়া বন্ধের ঘোষণা দেয় দিল্লি। 

আরো পড়ুন:

কানাডার বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, কানাডাকে ‘তার আন্তর্জাতিক খ্যাতি নিয়ে উদ্বিগ্ন’ হওয়া দরকার।

তিনি বলেন, ‘আপনি যদি সুনাম সংক্রান্ত সমস্যা এবং সুনামের ক্ষতির বিষয়ে কথা বলেন, যদি এমন কোনও দেশ থাকে যার এর দিকে নজর দেওয়া দরকার, আমি মনে করি এটি কানাডা এবং সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসাবে এবং সংগঠিত অপরাধের জন্য এটি নিরাপদ আশ্রয় স্থল হয়ে উঠেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়