ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরিয়ার অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৯:৫০, ২২ সেপ্টেম্বর ২০২৩
সিরিয়ার অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে চীন

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সিরিয়াকে অর্থনীতি পুনর্গঠন এবং অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবেলায় সহায়তার প্রস্তাব দিয়েছেন। শুক্রবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন।

চীনা শহর হ্যাংজুতে বিরল বৈঠকটি আসাদের বৈশ্বিক মঞ্চে ফিরে আসার প্রয়াস হিসাবে দেখা হচ্ছে। অবশ্য এর মাধ্যমে শি জিনপিং মধ্যপ্রাচ্যে চীনের কৌশলগত স্বার্থকে এগিয়ে নেওয়ার পাচ্ছেন। দেশটি ইরান ও সৌদি আরবের সাথে ভালভাবে সংযুক্ত রয়েছে। 

আরো পড়ুন:

প্রেসিডেন্ট  শি আসাদকে বলেছেন, ‘চীন বিদেশি হস্তক্ষেপ, একতরফা হুমকি-ধমকির বিরুদ্ধে সিরিয়ার অবস্থানকে সমর্থন করে ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার স্বার্থে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষার স্বার্থে সিরিয়ার সাথে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক।’

তিনি জানান, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং এটি সিরিয়ার পুনর্গঠনেও সহায়তা করবে।

চীনা কূটনীতিতে ‘কৌশলগত অংশীদারিত্ব’ সামরিক ক্ষেত্রেসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয়কে বোঝায়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়