ঢাকা     শনিবার   ১২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৭ ১৪৩১

পার্লামেন্টের মধ্যেই মুসলিম এমপিকে ‘বেশ্যার দালাল’ বললো বিজেপির এমপি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৯:৩৪, ২২ সেপ্টেম্বর ২০২৩
পার্লামেন্টের মধ্যেই মুসলিম এমপিকে ‘বেশ্যার দালাল’ বললো বিজেপির এমপি

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কতটা মুসলিম বিদ্বেষী তার প্রমাণ দিলেন এবার দলটির একজন বিধায়ক। বিজেপির এই বিধায়ক পার্লামেন্টের মধ্যেই আরেক মুসলিম বিধায়ক সম্পর্কে ইসলামফোবিক মন্তব্য করেছেন এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন।

ভারতের ঐতিহাসিক চাঁদ মিশনের সাফল্যের বিষয়ে বৃহস্পতিবার একটি বিতর্ক চলাকালে বিজেপি সাংসদ রমেশ বিধুরি বিরোধী দল বহুজন সমাজ পার্টির (বিএসপি) কুনওয়ার দানিশ আলীকে‘সন্ত্রাসী’ ও ‘বেশ্যার দালাল’ বলেন।

ভারতের রাজধানী দক্ষিণ দিল্লি আসনের এই বিধায়ক দানিশকে লক্ষ্য করে বলেন, ‘তুমি চরমপন্থী... আমি তোমাকে বলছি, তুমি খতনা করেছ।’

আরো পড়ুন:

বক্তব্যের শেষ পর্যায়ে দানিশকে হুমকি দিয়ে রমেশ বলেন, ‘আমি এই মোল্লাকে বাইরে দেখে নেব।’

মোল্লা দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য আরেকটি নিন্দনীয় শব্দ।

রমেশ যখন হুমকি দিচ্ছিলেন তখন তার পাশে বসে অন্তত দুইজন সিনিয়র বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হেসেছিলেন।

এ ব্যাপারে দানিশ আলি আল জাজিরাকে জানিয়েছেন, তিনি এই মন্তব্যে বিচলিত এবং আহত হয়েছেন, কিন্তু ‘চমকে যাননি।’

তিনি বলেন, ‘যদি একজন নির্বাচিত বিধায়ককে পার্লামেন্টের ভেতরে এভাবে হুমকি দেওয়া যায়, তাহলে দেশের সাধারণ মুসলমান কোন মাত্রায় হুমকির সম্মুখীন হতে পারে? আমি মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী মোদির কাছে জানতে চাই: আরএসএস কি তাদের স্কুলে তাদের ক্যাডারদের এটাই শেখায়?’

আরএসএস বলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা স্বেচ্ছাসেবকদের জাতীয় সমিতিকে বোঝায়। এটি ক্ষমতাসীন বিজেপির অতিডান মতাদর্শিক পরামর্শদাতা, যার লক্ষ্য বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে একটি জাতিগত হিন্দু রাষ্ট্র তৈরি করা। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়