ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

নাগারনো-কারাবাখ ছেড়ে চলে যাবে ১ লাখ ২০ হাজার আর্মেনীয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩
নাগারনো-কারাবাখ ছেড়ে চলে যাবে ১ লাখ ২০ হাজার আর্মেনীয়

নাগারনো-কারাবাখ ছেড়ে এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয় আর্মেনিয়ায় চলে যাবে। কারণ তারা আজারবাইজানের অংশ হিসাবে বাস করতে চায় না। এই বিচ্ছিন্ন অঞ্চলের নেতারা রোববার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, কারাবাখ আর্মেনীয়রা এই অঞ্চল ছেড়ে চলে যেতে পারে। গত সপ্তাহে আজারবাইজানের হাতে পরাজয়ের পরে আর্মেনিয়া এই মানুষদের নিতে প্রস্তুত রয়েছে।

কারাবাখ অঞ্চলটি  আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসাবে স্বীকৃত। এলাকাটি দখলে রেখেছিল আর্মেনিয়া। ২০ সেপ্টেম্বর আজারবাইজানের সামরিক বাহিনীর অভিযানের পর ওই অঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয় আর্মেনিয়ার মদদপুষ্ট বাহিনী।

আজারবাইজান জানিয়েছে, তারা জাতিগত আর্মেনীয়দের অধিকারের নিশ্চয়তা দেবে এবং এই অঞ্চলকে একীভূত করবে। কিন্তু আর্মেনীয়রা জানিয়েছে, তারা দমন-পীড়নের আশঙ্কা করছে।

স্বঘোষিত রিপাবলিক অব আর্টসাখের প্রেসিডেন্ট সামভেল শাহরামানিয়ানের উপদেষ্টা  ডেভিড বাবায়ান বলেছেন, ‘আমাদের জনগণ আজারবাইজানের অংশ হিসেবে থাকতে চায় না। ৯৯ দশমিক ৯ শতাংশ মানুষ আমাদের ঐতিহাসিক ভূমি ছেড়ে চলে যাওয়াটা বেছে নিয়েছে।...আমাদের ভাগ্যের জন্য দায়ীদের একদিন ঈশ্বরের সামনে তাদের পাপের জবাব দিতে হবে।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়