ঢাকা     মঙ্গলবার   ১২ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩০

ভারতে নির্বাচনের আগে ছড়ানো হচ্ছে মুসলিম বিদ্বেষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৬ সেপ্টেম্বর ২০২৩  
ভারতে নির্বাচনের আগে ছড়ানো হচ্ছে মুসলিম বিদ্বেষ

ভারতে ২০২৩ সালের প্রথমার্ধে মুসলিমবিদ্বেষী বক্তব্যের ঘটনা গড়ে প্রতিদিন একটির বেশি হয়েছে। নির্বাচনের আগে রাজ্যগুলোতে সবচেয়ে বেশি এ ধরনের বক্তব্যের ছড়াছড়ি দেখা গেছে। ওয়াশিংটনভিত্তিক সংখ্যালঘুদের উপর আক্রমণ পর্যবেক্ষণকারী গ্রুপ হিন্দুত্ব ওয়াচের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ বক্তৃতার ২৫৫টি ঘটনা প্রমাণ হিসাবে পাওয়া গেছে। প্রতিবেদনে পাওয়া গেছে। অবশ্য পূর্ববর্তী বছরগুলোর কোনো তুলনামূলক তথ্য পাওয়া যায়নি।

জাতিসংঘের ঘৃণাত্মক বক্তৃতার সংজ্ঞায় বলা হয়েছে, ‘যেকোনো ধরনের যোগাযোগ... যা ধর্ম, জাতিসত্তা, জাতীয়তা, জাতি, বর্ণ, বংশ, লিঙ্গ, বা অন্যান্য পরিচয়ের উপর ভিত্তি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি কুসংস্কারমূলক বা বৈষম্যমূলক ভাষা ব্যবহার।’

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ এবং ২০২৪ সালে যে রাজ্যগুলোতে নির্বাচন হওয়ার কথা সেই রাজ্যগুলোতেই বিদ্বেষমূলক বক্তব্যের ৭০ শতাংশ ঘটনা ঘটেছে। মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটে সবচেয়ে বেশি ঘৃণাত্মক বক্তৃতা ছড়ানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে কেবল মহারাষ্ট্রেই এককভাবে ২৯ শতাংশ ঘটনা ঘটেছে। বেশিরভাগ ঘৃণাত্মক বক্তব্যে ষড়যন্ত্র তত্ত্বের উল্লেখ করা হয়েছে এবং মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও আর্থ-সামাজিক বয়কটের আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাগুলির প্রায় ৮০ শতাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)  শাসিত এলাকায় সংঘটিত হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলটি ব্যাপকভাবে জয়লাভ করবে।

হিন্দুত্ব ওয়াচ জানিয়েছে, তারা হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর অনলাইন কার্যকলাপের নজর রেখেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ঘৃণাত্মক বক্তৃতার যাচাইকৃত ভিডিও এবং সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নরেন্দ্র মোদির সরকার ভারতে সংখ্যালঘু নির্যাতনের উপস্থিতি অস্বীকার করে থাকে। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস প্রতিবেদনের ব্যাপারে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়