নেপালে ভূমিকম্পে আহত ১৭
নেপালের পশ্চিমে মঙ্গলবার দুটি ভূমিকম্পে ১৭ জন আহত হয়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ভূমিধস হয়েছে। ভূমিধসের কারণে একটি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার নেপালের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রমা আচার্য রয়টার্সকে জানিয়েছেন, ভারতের সীমান্তবর্তী বাঝাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর ভূমিধস হওয়ায় দক্ষিণেল সমতল ভূমিতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে।
পুলিশ কর্মকর্তা দীপেশ চৌধুরী জানান, ভূমিকম্পে ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জন নারী ও ছয় জন পুরুষ। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভূমিকম্পের কারণে ভূমিধসে একজন নারী নিখোঁজ হয়েছেন।
নারায়ণ পান্ডে নামের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে চানপুর শহরের কয়েকটি বাড়ি ধসে পড়েছে।
ঢাকা/শাহেদ