ধনীর তালিকা থাকা নাম বাদ দেওয়ায় ফোর্বসের কাছে ক্ষমা দাবি ট্রাম্পের
তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০০ ধনী ব্যক্তির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ায় ফোর্বস ম্যাগাজিনের কাছ থেকে ‘সম্পূর্ণ ক্ষমা’ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পত্রিকাটির সিনিয়র সম্পাদক ড্যান আলেকজান্ডারকে ‘মানসিক রোগী’ বলেও আখ্যায়িত করেছেন।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে লিখেছেন, ‘আমি ফোর্বস ম্যাগাজিন এবং তাদের তৃতীয় মাত্রার মানসিক রোগী ড্যান আলেকজান্ডারের কাছ থেকে সম্পূর্ণ ক্ষমা দাবি করছি। এর কারণ হচ্ছে, তারা আমার সম্পর্কে অনেক মিথ্যা ও মানহানিকর নিবন্ধ লিখেছে এবং নিউ ইয়র্ক স্টেটের বর্ণবাদী ও অযোগ্য অ্যাটর্নি জেনারেল পিকাবু জেমসকে সহযোগিতা করেছে।’
ফোর্বসকে চীনের মালিকানাধীন আখ্যা দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘ফোর্বস এর মালিকানা কমিউনিস্ট চীনা সরকারের এবং চীন আমেরিকাকে মহান করা বন্ধের জন্য যেকোনো কিছু করবে। বৈশ্বিক ফাটা কাপড় ফোর্বস ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণা চালায়। আমেরিকা কে আবার মহান করুন।’
গত সপ্তাহে ফোর্বস ম্যাগাজিন জানায়, ট্রাম্প তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ৪০০ ধনী আমেরিকানদের তালিকা থেকে বাদ পড়েছেন। তাদের অনুমান ট্রাম্পের সম্পদের মূল্য ২৬০ কোটি ডলার। কিন্তু ৪০০ ধনীর তালিকায় অন্তর্ভূক্তির জন্য যে পরিমাণ সম্পদ থাকার প্রয়োজন ছিল তার থেকে ৩০ কোটি ডলার কম রয়েছে ট্রাম্পের।
ঢাকা/শাহেদ