ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ইসরায়েল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১২ অক্টোবর ২০২৩  
যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ইসরায়েল: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ২০২০ সালে ইরানের শীর্ষ জেনারেল সোলাইমানিকে হত্যা করার ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার ফ্লোরিডায় এক নির্বাচনী প্রচারণায় তিনি এ অভিযোগ করেছেন।

ট্রাম্প তার ভাষণে হামাসের মারাত্মক আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলি গোয়েন্দাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরো পড়ুন:

জেনারেল কাসেম সোলাইমানির হত্যায় ইসরায়েলের অসহযোগিতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল আমাদের সাথে এটি করতে যাচ্ছিল এবং এটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল এবং এটি নিয়ে কাজ চলছিল। আমাদের সব কিছু প্রস্তুত ছিল এবং এটি ঘটার আগের রাতে, আমি একটি ফোন পেয়েছিলাম যাতে বলা হয়েছিল ইসরায়েল এই আক্রমণে অংশ নেবে না।’

ট্রাম্প বলেন, ‘এই গল্প আগে কেউ শোনেনি। তারা আমাদের এর কারণ জানায়নি। আমি কখনই ভুলব না যে বিবি নেতানিয়াহু আমাদের হতাশ করেছিলেন। আমরা এতে হতাশ হয়েছিলাম। খুব হতাশ। কিন্তু আমরা নিজেরাই কাজটি করেছি, সম্পূর্ণ নির্ভুলতার সাথে...এবং তারপরে বিবি (নেতানিয়াহু) এর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়