ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১৯ অক্টোবর ২০২৩  
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

পূর্ব সিরিয়ার তানফেরে মার্কিন ঘাঁটিতে তিনটি ড্রোন হামলা হয়েছে। দুটি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে তৃতীয়টি ঘাঁটিতে আঘাত হেনেছে। সিরিয়া, জর্ডান এবং ইরাকের সীমান্ত যেখানে মিলিত হয়েছে তার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরকসহ তিনটি ড্রোন ইরাকের সীমান্তবর্তী দেইর আজর প্রদেশের কনোকো গ্যাস ক্ষেত্রে আঘাত হেনেছিল। কনোকো গ্যাসক্ষেত্রে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে অবজারভেটরির প্রধান রামি আবদুর রহমান নিশ্চিত করেছেন।

তবে লেবাননের ইরান সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল মায়াদিন জানিয়েছে, সিরিয়ায় দুটি মার্কিন সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে। একটি তানফ ঘাঁটি এবং অপরটি কনোকো ঘাঁটি।

 এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়