হামাসের বিরুদ্ধে লড়তে আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তাব ফ্রান্সের প্রেসিডেন্টের
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় তিনি এ প্রস্তাব দিয়েছেন।
ম্যাক্রোঁ জানিয়েছেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই ও আল-কায়েদার কর্ম ও উদ্দেশ্যের সঙ্গে হামাস তুলনীয়। ইসরায়েলে ৭ অক্টোবরের হামলার ‘শুদ্ধ ঘৃণা’ এবং ‘বিশুদ্ধ সহিংসতার’ নিন্দা করেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ‘(সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে) লড়াই অবশ্যই করুণা বিহীন হতে হবে তবে নিয়ম ছাড়া নয়।...আইএসআইএস-এর বিরুদ্ধে জোটে আমরা যা করছি তা আরও উন্নত করার জন্য প্রস্তুত। ইসরায়েল আমাদের কী দিতে বলবে তার উপর নির্ভর করে আমরা আইএসআইএসের সঙ্গে হামাসকে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত।’
তিনি জানিয়েছেন, শান্তি ও নিরাপত্তায় ফিলিস্তিনি রাষ্ট্রের ‘প্রথম শর্ত’ হিসাবে অবশ্যই ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তাকে মেনে নিতে হবে।
ঢাকা/শাহেদ