মালয়েশিয়ার পরবর্তী রাজা হচ্ছেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার
জোহর রাজ্যের স্পষ্টভাষী সুলতান ইব্রাহিম ইস্কান্দারকে মালয়েশিয়ার পরবর্তী রাজা নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ায় রাজা মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা পালন করেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে রাজতন্ত্র আরও প্রভাবশালী হয়ে উঠেছে। এর ফলে রাজনীতিতে আরও প্রত্যক্ষ ভূমিকা পালনে প্ররোচিত হচ্ছেন রাজা।
মালয়েশিয়ায় রাজা নির্বাচনে একটি অনন্য ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থা অনুযায়ী নয়টি রাজ্যের রাজপরিবারের প্রধানরা পাঁচ বছরের মেয়াদে রাজা হতে পারেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান, যেখানে রাজা রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সুলতান ইব্রাহিম বর্তমান রাজা আল-সুলতান আবদুল্লাহর কাছ থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। শাসকদের সিলমোহরের রক্ষক শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
সুলতান ইব্রাহিম রাজনীতি সম্পর্কে স্পষ্টবাদী। এর আগে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার ভাল সম্পর্ক রয়েছে। তিনি মালয়েশিয়ার রাজনীতিতে অস্বাভাবিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। দেশটির শেষ তিন প্রধানমন্ত্রীকে তিনি বেছে নিয়েছিলেন।
ঢাকা/শাহেদ