ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ১৫ নভেম্বর ২০২৩   আপডেট: ২১:০০, ১৫ নভেম্বর ২০২৩
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা

বেসামরিক নাগরিকদের ওপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং অন্য দুই সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। ফরাসি বিচারকরা এই পরোয়ানা জারি করেছেন বলে বুধবার একটি বিচার বিভাগীয় সূত্র জানিয়েছে।

২০১৩ সালের আগস্টে দৌমা শহরে এবং পূর্ব ঘৌটা জেলায় রাসায়নিক হামলা চালানো হয়েছিল। হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরো পড়ুন:

ফ্রান্সে মামলা দায়েরকারী সিরিয়ান সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন (এসসিএম) এর আইনজীবী এবং প্রতিষ্ঠাতা মাজেন দারভিশ জানিয়েছেন, সিরিয়ার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে জারি করা এটিই প্রথম আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা।  

সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কথা বারবার অস্বীকার করেছে। তবে জাতিসংঘ ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার পূর্ববর্তী যৌথ তদন্তে দেখা গেছে , ২০১৭ সালের এপ্রিলে সিরিয়া সরকার দৌমা ও ঘৌটায় নার্ভ এজেন্ট সারিন ব্যবহার করেছে এবং বারবার ক্লোরিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়