ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারও গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ২১ নভেম্বর ২০২৩  
আবারও গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। একটি গুপ্তচর উপগ্রহ বলে দাবি করেছে। মঙ্গলবার এটি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে  দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

এর আগের দুবার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। তবে দুটিই প্রচেষ্টা ব্যর্থ হয়। সেই হিসাবে চলতি বছর  মহাকাশে পাঠানোর তৃতীয় প্রচেষ্টা হিসাবে স্যাটেলাইট পাঠালো উত্তর কোরিয়া।

আরো পড়ুন:

জাপান দক্ষিণে ওকিনাওয়ার বাসিন্দাদের সম্ভাব্য উৎক্ষেপণের আগে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল।

জাপান কোস্ট গার্ড জানিয়েছে, পিয়ংইয়ংয়ের বিজ্ঞপ্তিতে তিনটি সামুদ্রিক অঞ্চলের কথা বলা হয়েছিল যেখানে , স্যাটেলাইট বহনকারী রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে।

কোস্টগার্ড আরও জানিয়েছে, রকেটটি স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটের দিকে প্রশান্ত মহাসাগরের দিকে উড়ে গেছে এবং এটি তারা জরুরি সতর্কতা তুলে নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের অপারেশনের প্রধান পরিচালক কাং হো-পিল সতর্ক করে দিয়ে বলেছেন, এ ঘটনায় সিউল ‘প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়