ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় খনি দুর্ঘটনায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৮ নভেম্বর ২০২৩   আপডেট: ১৬:০৫, ২৮ নভেম্বর ২০২৩
দক্ষিণ আফ্রিকায় খনি দুর্ঘটনায় ১১ জন নিহত

দক্ষিণ আফ্রিকায় একটি প্ল্যাটিনাম খনিতে দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ জন। আজ মঙ্গলবার দুর্ঘটনা কবলিত ইম্পালা প্লাটিনাম খনি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই খনির ভেতর থেকে ৮৬ জন শ্রমিক একটি লিফটে করে উপরে উঠছিলেন। হঠাৎ করে লিফটে ক্রটি দেখা দেয়। এতে লিফটটি ছিড়ে হঠাৎ ২০০ মিটার নিচে পড়ে গেলে ১১ খনি শ্রমিক প্রাণ হারান।

ইম্পালা প্লাটিনাম খনির মুখপাত্র বলেছেন, লিফটি উপরের দিকে কিছুটা উঠার পর অপ্রত্যাশিতভাবে নিচের দিকে নামতে থাকে। দুর্ঘটনায় ১১ জন শ্রমিকের মৃত্যু হয় ও ৭৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা বিশ্বের বৃহত্তম প্লাটিনাম, সোনা ও অন্যান্য কাঁচামাল উৎপাদনকারী দেশ। এর আগে, গত বছর শুধুমাত্র খনি দুর্ঘটনাতেই দেশটিতে ৪৯ জন মারা গেছেন। দক্ষিণ আফ্রিকায় বিশ্বের গভীরতম খনি রয়েছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়