ঢাকা     শনিবার   ১২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৭ ১৪৩১

ইসরায়েল নাগরিকদের মাঝে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৩০ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:১৮, ৩০ নভেম্বর ২০২৩
ইসরায়েল নাগরিকদের মাঝে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, জেরুজালেমে আজকের বন্দুক হামলার ঘটনার প্রেক্ষিতে তার সরকার বেসামরিকদের মাঝে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। 

বৃহস্পতিবার সকালে জেরুজালেম শহরের প্রবেশদ্বারের কাছে একটি বাস স্টপে দুই ফিলিস্তিনি অস্ত্রধারীর হামলায় তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও আটজন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘটনাস্থলে থাকা দুই সেনা সদস্য এবং একজন সশস্ত্র বেসামরিক নাগরিকের গুলি চালিয়ে বন্দুকধারীদের হত্যার ঘটনার প্রশংসা করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল সরকার নাগরিকদের কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। এটি এমন একটি পরিমাপ, যা হত্যাকারী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নিজেকে বারবার প্রমাণ করে।’

এর আগে বেসামরিক নাগরিকদের সশস্ত্র রাখার প্রতিশ্রুতি দিয়ে একই কথা বলেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। তিনি বলেন, জেরুজালেমের ঘটনা দেখিয়ে দিয়েছে বেসামরিক লোকদের মাঝে অস্ত্র ছড়িয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তিনি বেসামরিক লোকদের মাঝে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেন। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়