ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ইসরায়েলের আরও তিন সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ৪ ডিসেম্বর ২০২৩  
ইসরায়েলের আরও তিন সেনা সদস্য নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে ইসরায়েলের আরও তিন সেনা সদস্য মারা গেছেন। সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।  

প্রতিবেদনে বলা হয়েছে, এক বিজ্ঞপ্তিতে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে রোববার তাদের আরও তিন সেনা সদস্য মারা গেছেন। 

নিহতরা হলেন- সার্জেন্ট মেজর নেরিয়া শায়ের, সার্জেন্ট ফার্স্ট ক্লাস বেন জুসম্যান এবং সার্জেন্ট বিনইয়ামিন ইয়েহোশুয়া নিদাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৫তম ব্রিগেডের ৬৬৫৫ ব্যাটেলিয়নের ৩৬ বছর বয়সী সার্জেন্ট মেজর নেরিয়া শায়ের মধ্য গাজায় নিহত হয়েছেন। ৪০১তম ব্রিগেডের ৬০১তম ব্যাটেলিয়নের ২২ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস বেন জুসম্যান ও ১৯ বছর বয়সী সার্জেন্ট বিনইয়ামিন ইয়েহোশুয়া নিদাম উত্তর গাজায় নিহত হয়েছেন। 

এছাড়াও উত্তর গাজায় যুদ্ধে ৪০১তম আরমর ব্রিগেডের একজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনা সদস্য মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে। এর মধ্যে গাজা উপত্যকায় স্থল যুদ্ধে মারা গেছেন ৭৫ জন। বাকিদের অধিকাংশই ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে চালানো হামাসের নজিরবিহীন হামলার সময় নিহত হন।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়