ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থাইল্যান্ডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:৪৭, ৫ ডিসেম্বর ২০২৩
থাইল্যান্ডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১৪

থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার বাস রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে অন্তত ১৪ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে পশ্চিমাঞ্চলীয় প্রাচুয়াপ খিরি খান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। প্রচুয়াপ খিরি খান প্রদেশটি থাইল্যান্ড উপসাগর এবং মায়ানমারের মধ্যে উপকূলীয় অংশে অবস্থিত।

একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে তখন ৪৯ জন যাত্রী ছিল। বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে হাট ওয়ানাকর্ন ন্যাশনাল পার্কের কাছে একটি গাছে ধাক্কা দেয়। দেশটির হুয়ে ইয়াং থানার সুপারিনটেনডেন্ট কর্নেল উইরাপাট কেতেসা বলেছেন, ‘আমরা ধারণা করছি চালক হয়তো ঘুমিয়ে পড়েছিল।’ তিনি আরো বলেন, দুর্ঘটনায় চালক মারাত্মকভাবে আহত হলেও বেঁচে গেছেন।

থাই মিডিয়ায় প্রকাশিত চিত্রে দেখা যায়, গাড়ির সামনের অংশ দুটি ভাগ হয়ে গেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাস অপারেটর কোম্পানি একটি বিবৃতিতে জানিয়েছে, আহতদের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়