ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

পাকিস্তানে বোমা বিস্ফোরণ, ৪ শিশুসহ আহত মোট ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:২৪, ৫ ডিসেম্বর ২০২৩
পাকিস্তানে বোমা বিস্ফোরণ, ৪ শিশুসহ আহত মোট ৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আজ মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ থেকে ১০ বছর বয়সী চার শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন। হাসপাতাল ও উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, জরুরি উদ্ধার পরিষেবার মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি বলেছেন, স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে পেশোয়ারের একটি ব্যস্ত রাস্তায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, এতে চার শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।

রাস্তার পাশে একটি সিমেন্ট ব্লকের কাছে বিস্ফোরণটি রাখা ছিল বলে জানা গেছে। ঘটনার পর এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করা হয়নি।

পেশোয়ারের পুলিশ প্রধান মোহাম্মদ আশফাক আনোয়ার রয়টার্সকে বলেছেন, স্কুলের শিশুরা হামলার লক্ষ্য ছিল এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

তালেবান শাসিত আফগান সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের পেশোয়ার শহর। অঞ্চলটি প্রায়ই ইসলামিক স্টেট ও পাকিস্তানি তালেবানসহ ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তু হয়ে থাকে।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়