সাইবেরিয়ায় তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াস
রাশিয়ার সাইবেরিয়ার কিছু অংশে তাপমাত্রা কমে মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে ৫ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত বিশ্বের অন্যতম শীতলতম শহর ইয়াকুটস্কের অঞ্চল সাখা প্রজাতন্ত্রে তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।
অস্বাভাবিক আগাম শীত চলে আসার কারণে সাখার বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা রাতারাতি মাইনাস ৫৫ ডিগ্রির নিচে নেমে যায়। বিশাল অঞ্চলটি ভারতের আয়তনের চেয়ে সামান্য ছোট।
মঙ্গলবার ওইমিয়াকন এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস। রাশিয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওয়মিয়াকন অঞ্চলে বাতাস ও আর্দ্রতার কারণে তাপমাত্রা মাইনাস ৬৩ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হবে।
ইয়াকুটস্কের এক ব্যক্তি রয়টার্সকে বলেন, ‘আবহাওয়ার এই অভিজ্ঞতা নেওয়ার জন্যই আমি ইয়াকুটস্ক এসেছি। আমি খুব ভাগ্যবান যে, ডিসেম্বরে এমন আবহাওয়া পেয়েছি। এমন তীব্র ঠান্ডার সঙ্গে লড়াই করা যায় না। সঠিক পোশাক না পরলে কয়েক মিনিটের মধ্যে আমি হিম হয়ে যেতাম।’
স্থানীয় এক বাসিন্দা জানান, এমন ঠান্ডার প্রকোপ থেকে নিজেকে রক্ষার মূল কৌশল হলো বহু স্তরের পোশাক পরা।
/ফিরোজ/