ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

নৌকায় করে ৪০০ রোহিঙ্গা মিয়ানমার থেকে ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ১০ ডিসেম্বর ২০২৩  
নৌকায় করে ৪০০ রোহিঙ্গা মিয়ানমার থেকে ইন্দোনেশিয়ায়

প্রায় ৪০০ রোহিঙ্গাকে নিয়ে দুটি নৌকা রোববার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছেছে। বিষয়টি প্রাদেশের জেলে সম্প্রদায়ের প্রধান নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছিল, নভেম্বর থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ১ হাজার ২০০ রোহিঙ্গা মিয়ানমার থেকে নৌকায় করে ইন্দোনেশিয়ার উপকূলে অবতরণ করেছে। 

আচেহের জেলে সম্প্রদায়ের প্রধান মিফতাহ কাট আদে জানিয়েছেন, রোববার ভোরে দুটি নৌকা প্রদেশে অবতরণ করেছে। এর একটি পিডি এবংঅপরটি আচেহ বেসার জেলায় নোঙ্গর করেছে। প্রতিটি নৌকায় আনুমানিক ২০০ রোহিঙ্গা ছিল।

আরো পড়ুন:

স্থানীয় সামরিক কর্মকর্তা অ্যান্ডি সুসান্তো জানিয়েছেন, প্রায় ১৮০ জন রোহিঙ্গা পিডিতে ভোর ৪টায় নৌকা থেকে নেমেছিল। সামরিক বাহিনী দ্বিতীয় নৌকাটি সম্পর্কে অবগত ছিল তবে এটি কোথায় নোঙ্গর করেছে বা কতজন এতে ছিল সে সম্পর্কে তথ্য ছিল না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়