ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনের সহায়তায় বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় মিয়ানমারের জান্তা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১১ ডিসেম্বর ২০২৩  
চীনের সহায়তায় বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় মিয়ানমারের জান্তা

চীনের সহায়তায় তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসেছে মিয়ানমারের সামরিক জান্তা। এই বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তাবিরোধী আক্রমণে নেতৃত্ব দিচ্ছে। সোমবার জান্তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

২০২১ সালের অভ্যুত্থানে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করার পর থেকে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। দেশের বিভিন্ন ফ্রন্টে সশস্ত্র বিরোধীদের সাথে লড়াই করছে সামরিক জান্তা।

আরো পড়ুন:

গণতন্ত্রপন্থী সমান্তরাল সরকারের সাথে জোটবদ্ধ বিদ্রোহী গোষ্ঠীগুলি অক্টোবরের শেষের দিকে একটি সমন্বিত আক্রমণ শুরু করে। তারা উত্তর ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে চীনের সীমান্তের কাছে বেশ কয়েকটি সামরিক পোস্ট ও শহর দখল করে নেয়।

জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেছেন, ‘মিয়ানমারের জাতীয় ঐক্য ও শান্তিপ্রক্রিয়া সমন্বয় কমিটি চীনের সহায়তায় এমএনডিএএ, টিএনএলএ এবং এএ- এর প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে। আলোচনার উন্নয়নের উপর ভিত্তি করে, সম্ভবত এই মাসের শেষে আরেকটি বৈঠক হতে পারে।’

কখন বা কোথায় বৈঠকটি হয়েছিল তা স্পষ্ট নয়। মুখপাত্র জাও মিন তুন বৈঠকে কী আলোচনা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত বলেননি।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়