ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশন বন্ধ করতে চায় ইরাক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৯:৩০, ৫ জানুয়ারি ২০২৪
মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশন বন্ধ করতে চায় ইরাক

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের মিশন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে ইরাক। এর জন্য দেশটির সরকার একটি কমিটি গঠন করছে বলে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় শুক্রবার জানিয়েছে।

বাগদাদে মার্কিন হামলায় একজন মিলিশিয়া নেতা নিহত হওয়ার একদিন পর সুদানির এই বিবৃতি এসেছে। মার্কিন হামলার কারণে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং তারা সরকারকে ইরাকে জোটের উপস্থিতি বন্ধ করার দাবি জানিয়েছে।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরাকে আন্তর্জাতিক জোট বাহিনীর উপস্থিতি স্থায়ীভাবে শেষ করার ব্যবস্থা নিতে সরকার দ্বিপাক্ষিক কমিটির বৈঠক শুরুর তারিখ নির্ধারণ করছে।’

এই কমিটিতে সামরিক জোটের প্রতিনিধিরা থাকবেন বলে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

মার্কিন কর্মীদের উপর সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবারের হামলা চালিয়েছিল বাগদাদে।

সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৯০০ এবং ইরাকে দুই হাজার ৫০০ সেনা রয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের পুনরুত্থান রোধ এবং স্থানীয় বাহিনীকে পরামর্শ ও সহায়তা দেওয়া তাদের কাজ বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়