ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ইরাক ও সিরিয়ায় আরও হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪
ইরাক ও সিরিয়ায় আরও হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরাক ও সিরিয়ায় ইরানের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ওপর আরও হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রোববার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সামরিক ঘাঁটিতে গত রোববার হামলা চালায় ইরানের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী। এ ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে সিরিয়া ও ইরাকের ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন সেনারা। শনিবার দ্বিতীয় দফায় ইরানের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালানো হয়।

এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সুলিভান বলেছেন, ‘আমরা আরও হামলা এবং অতিরিক্ত পদক্ষেপ নিতে চাই- একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য যে, আমাদের বাহিনীর ওপর আক্রমণ করলে, আমাদের লোকজনকে হত্যা করা হলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাবে।’

তিনি বলেন, ‘শুক্রবার যা ঘটেছিল তা আমাদের প্রতিক্রিয়ার শুরু, শেষ নয়, এবং আরও পদক্ষেপ থাকবে - কিছু দেখা, কিছু সম্ভবত অদেখা থাকবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়