ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়মুক্তি নেই: আদালত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২৪
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়মুক্তি নেই: আদালত

সাবেক প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তি নেই। ২০২০ সালের নির্বাচনের ফল পরিবর্তন চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে তাকে বিচার করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের আদালত মঙ্গলবার এই রায় দিয়েছে।

ট্রাম্প একটি মামলায় দাবি করেছিলেন, প্রেসিডেন্ট হিসাবে তার দায়িত্বের মধ্যে পড়ে এমন কাজের জন্য তিনি ফৌজদারি অভিযোগ থেকে মুক্ত ছিলেন।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সর্বসম্মত রায় ট্রাম্পের সেই দাবিকে বাতিল করে দিয়েছে। আদালতের এই রায় ট্রাম্পের জন্য একটি ধাক্কা। কারণ তিনি গত কয়েক বছর ধরে একাধিক মামলার সাথে লড়াই করার সময় প্রেসিডেন্ট হিসাবে তার দায়মুক্তির কথা উল্লেখ করেছেন।

আদালত বলেছে, ‘আমরা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মেনে নিতে পারি না যে একজন প্রেসিডেন্ট এমন অপরাধ করার সীমাহীন কর্তৃত্ব রয়েছে যা নির্বাহী ক্ষমতা - নির্বাচনের ফলাফলের স্বীকৃতি এবং বাস্তবায়নকে নিস্ক্রিয় করে। এই ফৌজদারি মামলার উদ্দেশ্য হচ্ছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কোনো আসামির মতোই সব সুরক্ষাসহ সাধারণ নাগরিক ট্রাম্প হয়ে উঠেছেন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়